৩ বিএনপি নেতা বহিষ্কার

২৭ ফেব্রুয়ারী সুনামগঞ্জ সদর ও দিরাই উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনে দলীয়ভাবে প্রার্থী ঘোষনা করা না হলেও বিএনপি ও আ’লীগ দলীয়ভাবে একক প্রার্থী দেয়ার ঘোষনা করা হয়েছে। তারই ধারাবাহিকতায় সুনামগঞ্জ সদর ও দিরাই উপজেলা পরিষদে বিএনপি ও ১৯ দলীয় সমর্থিত একক প্রার্থী ঘোষনা করেছেন। সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদে জেলা বিএনপি’র সহ-সভাপতি ও ৩ বারের নির্বাচিত চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন, ১৯ দলীয় মনোনিত প্রার্থী ভাইস চেয়ারম্যান পদে বদরুল কাদির শিহাব ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছাঃ হেলেনা আক্তারকে মনোনীত করেছেন।

মনোনীত ৩ প্রার্থীর বিরুদ্ধে কোন প্রার্থীর পক্ষে বা নিজে প্রার্থী না হওয়ার আবেদন জানিয়েছে কেন্দ্রীয় বিএনপি। নির্বাচনে মনোনিত প্রার্থী ব্যতিত অন্য প্রার্থীদের পক্ষে ও দলীয় শৃংখলা ভঙ্গের দায়ের দলীয় গঠনতন্ত্রের ৫(গ) ধারা লঙ্গন করায় জেলা বিএনপি’র সহ-সভাপতি ওয়াকিফুর রহমান গিলমান, মোল্লাপাড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও সাবেক চেয়ারম্যান নুরুল হক ও সদর থানা বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক সুরমা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মমিন মিয়া সদর উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করায় ৩জনকে বহিস্কার করেছে কেন্দ্রীয় বিএনপি।

কেন্দ্রীয় বিএনপি’র দপ্তর সম্পাদক রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পত্রে এ বহিস্কারাদেশ জারি করা হয়েছে।

x