সিলেটে ‘দেশসেরা’ স্টেডিয়াম উদ্বোধন শুক্রবার
উদ্বোধনের জন্য পুরোপুরি প্রস্তুত দেশের সেরা স্টেডিয়াম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার সিলেট বিভাগীয় স্টেডিয়াম উদ্বোধন করবেন।
বুধবার দুপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
ওই দিন বেলা সাড়ে ৩ টায় স্টেডিয়ামের মূল ফটকের সামনে এক সুধী সমাবেশে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।
সমাবেশে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী, অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নানসহ কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ বক্তব্য দেবেন।