ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাচন তিন মাসের জন্য স্থগিত
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন তিন মাসের জন্য স্থগিত ঘোষণা করেছেন হাইকোর্ট। ফেঞ্চুগঞ্জের ঘিলাছড়া ইউনিয়নের বাদে দেউলি গ্রামের বাসিন্দা আবদুল সালামের রিট আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার এ স্থগিতাদেশ দেন বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের বেঞ্চ।
বুধবার রাতে এ সংক্রান্ত আদেশ পেয়েছেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বুধবার রাত ৯টায় এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট জেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা নির্বাচনের সহকারি রিটার্নিং কর্মকর্তা মো. আজিজুল ইসলাম ও ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাচনী কর্মকর্তা সাইদুল ইসলাম।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. আজিজুল ইসলাম জানান, এ সংক্রান্ত ফ্যাক্সবার্তা বুধবার রাত ৮টায় তাদের দফতরে পৌঁছায়। ফলে সব ধরণের প্রস্তুতির পরও আদালতের নির্দেশনার কারণে ১৫ মার্চ এ উপজেলায় ভোট গ্রহণ সম্ভব হচ্ছে না।
উল্লেখ্য, ৬ ফেব্রুয়ারী ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এ অনুযায়ী মঙ্গলবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়।