‘দেশকে বিকিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে সরকার’
হিংস্র হায়েনার মতো দেশকে বিকিয়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে সরকার বলে মন্তব্য করেন সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান কাজী জাফর।
জাতীয় প্রেস ক্লাবে বৃহস্পতিবার সন্ধ্যায় ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) উদ্যোগে ভাষা আন্দোলন ও মাওলানা ভাসানী শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
দেশের স্বাধীনতার কথা উল্লেখ করে তিনি বলেন, যে দেশে সরকার ৫ শতাংশ ভোট পেয়ে ক্ষমতায় বসে সেই দেশে স্বাধীনতা বলতে আর কিছু থাকে না।
দেশে ভাসানীর নাম মুছে ফেলার ষড়যন্ত্র চলছে উল্লেখ করে তিনি বলেন, মাওলানা ভাসানীর নাম এই দেশের মাটি থেকে মুছে ফেলার ষড়যন্ত্র চলছে। আর সেই কারণেই ভাসানী নভোথিয়েটারের নামকরণ করা হয়েছে বঙ্গবন্ধু নভোথিয়েটার।
আলোচনা সভায় ভাষাসৈনিক আব্দুল মতিন বলেন, আমরা অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করে দেশকে স্বাধীন করেছি। আর যেই অন্যায়ের বিরুদ্ধে আমরা সেইদিন সংগ্রাম করেছি প্রয়োজনে, আজকেও করবো। যারা অন্যায়ভাবে দেশে কার্যক্রম চালানোর চেষ্টা করছে তাদের পরাজয় হবেই।
আলোচনা সভার সভাপতিত্ব করেন সংগঠনের চেয়্যারম্যান আনোয়ারুল হক। সভায় সংগঠনের বিভিন্ন সদস্যরা উপস্থিত ছিলেন।