সদরে আবারো নির্বাচিত হলেন জয়নুল জাকেরীন

দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে সুনামগঞ্জ সদর উপজেলায় বিএনপি সমর্থিত প্রার্থী দেওয়ান জয়নুল জাকেরীন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার রাতে জেলা রিটার্নিং অফিসারের কার্যলায় বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছে।

এতে বিএনপি সমর্থিত প্রার্থী দেওয়ান জয়নুল জাকেরীন (কাপ-পিরিচ) ৩৭ হাজার ৩ শ ৭৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. জুনেদ আহমদ (মোটর সাইকেল) পেয়েছেন ১৪ হাজার ৪শ ২০ ভোট।

এদিকে ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে বদরুল কাদির শিহাব (তালা) ২৩ হাজার ৩ শ ৫৭ ভোট পেয়ে বেসরকারিভাবে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি মো. ফেদাউর রহমান (চশমা) ১২ হাজার ৯ শ ২৬ ভোট পেয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে নিগার সুলতানা কেয়া (বৈদ্যুতিক পাখা) পেয়েছেন ৩০ হাজার ৭ শ ৮২ ভোট, তিনি বেসরকারিভাবে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি হেলেনা বেগম (প্রজাপ্রতি) পেয়েছেন ২০ হাজার ৩ শ ৫১ ভোট।

এ উপজেলায় চেয়রম্যন পদে ৫ জন ও ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ০৯ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ০৬ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন।

সুনামগঞ্জ সদর উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৬২ হাজার ৪ শ ৭৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার হচ্ছেন ৮১ হাজার ১ শ ৭৭ জন এবং নারী ভোটার হচ্ছেন ৮১ হাজার ৩শ ০১ জন।

উল্লেখ্য, এ নিয়ে দেওয়ান জয়নুল জাকেরীন চতুর্থ বারের মতো উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।

x