ছাতকে ট্রাক চাপায় স্কুল ছাত্রের মৃত্যু
ছাতকে ট্রাক চাপায় মাহফুজুর রহমান মাছুম (১১) নামের এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর শহরের কোর্ট রোড এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
মাছুম ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ীচালক মখলিছুর রহমানের পুত্র ও ছাতক বহুমুখি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মাছুম প্রাইভেট পড়া শেষে বাইসাইকেল যোগে বাসায় ফেরার পথে রেল ষ্টেশন রোড ও কোর্ট রোডের মিলনস্থলে পৌছলে লাফার্জের সিমেন্ট ভর্তি সিলেটগামী অজ্ঞাতনামা একটি দ্রুতগতির ট্রাক তাকে চাঁপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিক্ষুব্ধ জনতা সন্দেহভাজন হিসেবে হাজী বশির উদ্দিন এন্ড সন্স’র মালিকানাধিন (সিলেট ট-১১-০৪১৭) একটি ট্রাক পেট্রোল পাম্প এলাকায় আটক করে। আটকৃত ট্রাকের চাকায় রক্তের দাগ দেখে ট্রাকটি আটক করা হয়।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আইনুর আক্তার পান্না ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
এ ব্যাপারে ছাতক থানার অফিসার্স ইনচার্জ শাহজালাল মুুন্সি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ট্রাকটি জনতা আটক করেছে।