‘লোকাল ট্রেনের’ চালকের আসনে বিএনপি
চতুর্থ উপজেলা নির্বাচনের দ্বিতীয় দফায়ও সরকারি দলের চেয়ে বেশ ব্যবধানে এগিয়ে রয়েছে বিএনপি।
বৃহস্পতিবার দ্বিতীয় দফায় অনুষ্ঠিত মোট ১১৫টি উপজেলা নির্বাচনে এ পর্যন্ত প্রাপ্ত ১১১টির ফলাফলে দেখা যায়, বিএনপি জয়লাভ করেছে ৫১টি উপজেলা চেয়ারম্যান পদ। প্রথম দফার মতো এ দফায়ও ১০টির বেশি ব্যবধানে পিছিয়ে রয়েছে ক্ষমতাসীনরা। শেষ খবর পাওয়া পর্যন্ত আওয়ামী লীগ সমর্থিত ৪১ জন উপজেলা চেয়ারম্যান প্রার্থী জয় তুলে আনতে পেরেছে। আর ১৯ দলের দ্বিতীয় বৃহত্তম শরিক জামায়াতে ইসলামী জয়লাভ করেছে ৮টি উপজেলায়। অন্যদিকে সরকারের শরিক ও সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি একটিতে জয় পেয়েছে।
প্রথম দফায় ৯৮টি উপজেলার ফল ঘোষিত ৯৭টির মধ্যে বিএনপি দখল করে নেয় ৪৪টি। সদ্য সমাপ্ত দশম জাতীয় সংসদ নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতা লাভকারী ক্ষমতাসীন আওয়ামী লীগ জিতেছে ৩৪টি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ। অন্যদিকে প্রথম দফার নির্বাচনে আদালত কর্তৃক অবৈধ ঘোষিত দল জামায়াত দখল করে ১২টি। সব মিলিয়ে ১৯ দলীয় জোট জয়ী হয় ৫৬টি উপজেলায়।
প্রধানমন্ত্রীর ভাষ্যমতে, জাতীয় নির্বাচনের মতো মেইল ট্রেন ছেড়ে দিয়ে উপজেলা নির্বাচনের লোকাল ট্রেনের যাত্রী হয়েছে বিএনপি। উপজেলা নির্বাচনের দুই দফার পর দেখা যাচ্ছে, সেই লোকাল ট্রেনের চালকের আসনে এখন বিএনপি তথা ১৯ দলীয় জোট।
প্রথম দফা উপজেলা নির্বাচনে বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্য দিয়ে নির্বাচন শেষ হলেও দ্বিতীয় দফায় সরকারের বিরুদ্ধে সারাদেশে ব্যাপক ভোট কারচুপির অভিযোগ করেছে বিএনপি। কেন্দ্র দখল, ব্যালট বাক্স ছিনতাই, প্রশাসন ও বিরোধী পক্ষের ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগ করেছে দলটি।
দ্বিতীয় দফার নির্বাচনে বৃহস্পতিবার পুলিশের গুলিতে বিরোধী জোটের একজন কর্মীও নিহত হয়েছেন।
তবে এতকিছুর পরও ফলাফলের পাল্লাটা হেলে আছে বিএনপি নেতৃত্বাধীন ১৯ দলীয় জোটের দিকে।
বৃহস্পতিবার অনুষ্ঠিত দ্বিতীয় দফা উপজেলা নির্বাচনের ফলাফল :
বিভাগ : ঢাকা
ফরিদপুর
জেলার সালথা উপজেলায় বিএনপির মো. ওহিদুজ্জামান, বোয়ালমারীতে আওয়ামী লীগের এমএম মোশারফ হোসেন, নগরকান্দায় বিএনপির সৈয়দ শাহীনুজ্জামান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
শেরপুর
জেলার ঝিনাইগাতীতে বিএনপির আমিনুল ইসলাম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
টাঙ্গাইল
জেলার সখীপুরে আওয়ামী লীগের শওকত শিকদার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
মাদারীপুর
জেলার শিবচরে আওয়ামী লীগের মো. রেজাউল করিম তালুকদার ও রাজৈরে আওয়ামী লীগের শাহজাহান খান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
নরসিংদী
জেলার শিবপুরে বিএনপির বিদ্রোহী প্রার্থী আরিফুল ইসলাম মৃধা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
মানিকগঞ্জ
জেলার সদর উপজেলায় বিএনপির আতাউর রহমান, হরিরামপুরে বিএনপির সাইফুল হুদা চৌধুরী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
জামালপুর
জেলার বকশীগঞ্জে বিএনপির আবদুর রউফ তালুকদার, ইসলামপুরে বিএনপির নবী নেওয়াজ খান লোহানী, মেলান্দহে আওয়ামী লীগের হাবিবুর রহমান চাঁন নির্বাচিত হয়েছেন।
নেত্রকোনা
জেলার খালিয়াজুরিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শামসুজ্জামান তালুকদার, কলমাকান্দায় আওয়ামী লীগের এসএম ফখরুল ইসলাম ফিরোজ, বারহাট্টায় বিএনপির মানিক আজাদ, পূর্বধলায় আওয়ামী লীগের জাহিদুল ইসলাম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
গোপালগঞ্জ
জেলার কোটালীপাড়ায় আওয়ামী লীগের মজিবুর রহমান নির্বাচিত হয়েছেন।
মুন্সীগঞ্জ
জেলার শ্রীনগরে বিএনপির মমিন আলী, সদর উপজেলায় আওয়ামী লীগের আনিসুজ্জামান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
ময়মনসিংহ
জেলার ভালুকায় আওয়ামী লীগের গোলাম মোস্তফা, ঈশ্বরগঞ্জে আওয়ামী লীগের মাহমুদুল হাসান, সদরে বিএনপির কামরুল ইসলাম মো. ওয়ালিদ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
বিভাগ : চট্টগ্রাম
খাগড়াছড়ি
লক্ষ্মীছড়িতে ইউপিডিএফের সুপার জ্যোতি চাকমা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
চাঁদপুর
মতলব উত্তরে আওয়ামী লীগের মনজুর আহমেদ, দক্ষিণে আওয়ামী লীগের সিরাজুল মোস্তফা তালুকদার, সদর উপজেলায় বিএনপির দেওয়ান শফিকুজ্জামান, ফরিদগঞ্জে আওয়ামী লীগের আবু সায়েদ সরকার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
কুমিল্লা
জেলার দেবিদ্বারে বিএনপির রুহুল আমিন, মনোহরগঞ্জে বিএনপির ইলিয়াস পাটোয়ারী নির্বাচিত হয়েছেন।
নোয়াখালী
জেলার কবিরহাটে আওয়ামী লীগের কামরুন্নাহার, কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের মিজানুর রহমান, চাটখিলে আওয়ামী লীগের জাহাঙ্গীর কবির, সোনাইমুড়ীতে বিএনপির আনোয়ারুল হক কামাল বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
ফেনী
ফেনী সদর উপজেলায় আওয়ামী লীগের আবদুর রহমান, পরশুরামে আওয়ামী লীগের কামালউদ্দিন মজুমদার নির্বাচিত হয়েছেন।
চট্টগ্রাম
জেলার লোহাগাড়ায় জামায়াতের ফরিদ উদ্দিন খান, পটিয়ায় বিএনপির মোজাফফর আহমেদ নির্বাচিত হয়েছেন।
কক্সবাজার
জেলার পেকুয়ায় বিএনপির শাফায়েত আবেদ, চকরিয়ায় আওয়ামী লীগের জাফর আলম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
বান্দরবান
জেলার লামায় বিএনপির তোয়াইনু অং, থানচিতে নির্দলীয় ক্যাহ্লা সিং, রুমায় জেএসএসের অংথোয়াইচিং মারমা, রোয়াংছড়িতে জেএসএসের ক্যবামং মারমা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
রাঙ্গামাটি
রাঙ্গামাটি জেলার কাপ্তাইয়ে বিএনপির দিলদার হোসেন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া
জেলার সরাইলে বিএনপির আবদুর রহমান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
বিভাগ : রাজশাহী
জয়পুরহাট
সদর উপজেলায় বিএনপির ফজলুর রহমান, কালাইয়ে আওয়ামী লীগের মিনফুজুর রহমান ও ক্ষেতলালে বিএনপির রওনকুল ইসলাম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
রাজশাহী
জেলার বাঘায় জামায়াতের জিন্নাত আলী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
নাটোর
সদর উপজেলায় আওয়ামী লীগের শরিফুল ইসলাম, লালপুরে বিএনপির হারুন অর রশিদ, বাগাতিপাড়ায় বিএনপির হাফিজুর রহমান ও গুরুদাসপুরে বিএনপির আবদুল আজীজ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
বগুড়া
জেলার আদমদীঘিতে বিএনপির আবদুল মহিত তালুকদার, কাহালুতে জামায়াতের তায়েব আলী, শিবগঞ্জে জামায়াতের আবু নছর মো. আলমগীর হোসেন ও শাজাহানপুরে বিএনপির সরকার বাদল বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
নওগাঁ
জেলার আত্রাইয়ে আওয়ামী লীগের এবাদুর রহমান প্রামাণিক, নিয়ামতপুরে আওয়ামী লীগের এনামুল হক, পত্নীতলায় বিএনপির আবদুল হামিদ, বদলগাছিতে বিএনপির মোস্তফা অলি আহমেদ রুমি চৌধুরী, সদরে বিএনপির আবু বকর সিদ্দিক ও সাপাহারে আওয়ামী লীগের শামসুল আলম শাহ চৌধুরী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
পাবনা
চাটমোহরে বিএনপির হাসাদুল ইসলাম, ভাঙ্গুড়ায় বিএনপির বিদ্রোহী প্রার্থী নূর মুজাহিদ নির্বাচিত হয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জ
জেলার গোমস্তাপুরে বিএনপির বাইরুল ইসলাম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
বিভাগ : খুলনা
কুষ্টিয়া
কুমারখালীতে আওয়ামী লীগের আবদুল মান্নান খান, খোকসায় আওয়ামী লীগের সদর উদ্দীন খান ও মিরপুরে আওয়ামী লীগের কামারুল আরেফিন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
মেহেরপুর
মুজিবনগরে বিএনপির আমিরুল ইসলাম ও গাংনীতে বিএনপির মুরাদ হোসেন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
মাগুরা
জেলার শালিখায় বিএনপির মোজাফফর হোসেন ও মহম্মদপুরে বিএনপির জাহাঙ্গীর আলম খান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
ঝিনাইদহ
জেলার মহেশপুরে জামায়াতের আবদুল হাই নির্বাচিত হয়েছেন।
যশোর
জেলার শার্শায় আওয়ামী লীগের সিরাজুল হক, চৌগাছায় আওয়ামী লীগের এসএম হাবিবুর রহমান, ঝিকরগাছায় বিএনপির সাবিরা সুলতানা, বাঘারপাড়ায় বিএনপির মশিউর রহমান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
খুলনা
জেলার ডুমুরিয়ায় বিএনপির খান আলী মনসুর বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
বাগেরহাট
জেলার ফকিরহাটে বিএনপির শেখ শরিফুল কামাল ও কচুয়ায় আওয়ামী লীগের মাহফুজুর রহমান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
সাতক্ষীরা
জেলার শ্যামনগরে জামায়াতের আবদুল বারী নির্বাচিত হয়েছেন।
বিভাগ : বরিশাল
ভোলা
জেলার চরফ্যাশনে আওয়ামী লীগের জয়নাল আবেদীন আখন্দ ও বোরহানউদ্দিনে আওয়ামী লীগের মোহাব্বত জান চৌধুরী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
পিরোজপুর
জেলার কাউখালীতে বিএনপির এসএম আহসান কবির, নাজিরপুরে বিএনপির নজরুল ইসলাম খান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
বরিশাল
সদর উপজেলায় আওয়ামী লীগের সাইদুর রহমান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
বিভাগ : সিলেট
সুনামগঞ্জ
সদর উপজেলায় বিএনপির দেওয়ান জয়নুল জাকেরিন, দিরাইয়ে বিএনপির হাফিজুর রহমান তালুকদার নির্বাচিত হয়েছেন।
হবিগঞ্জ
জেলার চুনারুঘাটে আওয়ামী লীগের মো. আবু তাহের বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
সিলেট
বালাগঞ্জে বিএনপির মো. আবজাল মিয়া বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
বিভাগ : রংপুর
পঞ্চগড়
জেলার তেঁতুলিয়া উপজেলায় বিএনপির রেজাউল করিম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
নীলফামারী
জেলার কিশোরগঞ্জে জাতীয় পার্টির রশিদুল ইসলাম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
ঠাকুরগাঁও
জেলার বালিয়াডাঙ্গীতে আওয়ামী লীগের মো. শফিকুল ইসলাম ও রাণীশংকৈলে বিএনপির আইনুল হক বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
লালমনিরহাট
জেলার পাটগ্রামে আওয়ামী লীগের রুহুল আমিন, সদর উপজেলায় বিএনপির একেএম মমিনুল হক, হাতীবান্ধায় আওয়ামী লীগের মো. লিয়াকত হোসেন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
গাইবান্ধা
জেলার পলাশবাড়ীতে জামায়াতের মাওলানা নজরুল ইসলাম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
রংপুর
বদরগঞ্জে আওয়ামী লীগের ফজলে রাব্বি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
দিনাজপুর
জেলার ঘোড়াঘাটে বিএনপির শাহ মুহাম্মদ শামীম হোসেন চৌধুরী, বীরগঞ্জে আওয়ামী লীগের মো. আমিনুল ইসলাম, বিরামপুরে আওয়ামী লীগের পারভেজ কবীর ও চিরিরবন্দরে জামায়াতের মো. আফতাব উদ্দিন মোল্লা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
কুড়িগ্রাম
জেলার রাজীবপুরে আওয়ামী লীগের মো. শফিউল আলম, রাজারহাটে বিএনপির আবুল হাশেম ও নাগেশ্বরীতে বিএনপির আবুল কাশেম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।