উপমহাদেশের প্রথম গ্রিন গ্যালারির স্টেডিয়ামের উদ্বোধন হল
বাংলাদেশের প্রথম গ্রিনগ্যালারি সমৃদ্ধ দুটি পাতা একটি কুঁড়ির চা বাগানের সৌন্দর্য ঘেরা সিলেট বিভাগীয় স্টেডিয়ামের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে তিনি এ স্টেডিয়ামে উদ্বোধন করেন।
এরপর তিনি স্টেডিয়ামের সামনের অংশে একটি সুধী সমাবেশে বক্তব্য রাখেন।
বক্তব্যের শুরুতেই অর্থমন্ত্রী আবদুল মুহিত এমপির প্রসংশা করে প্রধানমন্ত্রী বলেন, অর্থ ছাড়া কোনকিছু করা সম্ভব নয়। অর্থমন্ত্রী একান্ত প্রচেষ্টাতেই আজ এই স্টেডিয়াম উদ্বোধন করতে পেরেছি।
এসময় প্রধানমন্ত্রী সঙ্গে আরো উপস্থিত ছিলেন- অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী, অর্থ প্রতিমন্ত্রী এমএ মান্নানসহ কেন্দ্রীয় ও সিলেট আওয়ামী লীগ নেতারা।
এর আগে বেলা সোয়া ১২টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করে তাকে বহনকারী একটি বিশেষ বিমান। এরপর কড়া নিরাপত্তায় সেখান থেকে সিলেট সার্কিট হাউজে যান প্রধানমন্ত্রী। বিকেল তিনটায় প্রথমে শাহজালাল (রঃ) ও শাহপরাণ (রঃ) এর মাজার জিয়ারত করেন তিনি।
উল্লেখ্য, ১৫ মার্চ থেকে ক্রিকেটের ক্ষুদে সংস্করণ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে। বিশ্বকাপের বেশ করটি খেলা অনুষ্ঠিত হবে এ স্টেডিয়ামে।