তাহিরপুর সীমান্তে আটক বাংলাদেশীকে ফেরত দিয়েছে বিএসএফ
তাহিরপুর সীমান্তে আটক বাংলাদেশীকে ফেরত দিয়েছে বিএসএফ।
আটককৃত ব্যক্তির নাম আমির আলী (২৯)। তিনি উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের পাহাড়তলী গ্রামের কাঞ্চন মিয়ার ছেলে।
শুক্রবার সকাল ১০টায় টেকেরঘাট সীমান্তের ১১৯৯ পিলার এলাকা দিয়ে ওই বাংলাদেশীকে ফেরত দেয়া হয়েছে।
এ ব্যাপারে ট্যাকেরঘাট বিজিবি ক্যাম্প কমান্ডার আব্দুস ছালাম বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় বিএসএফকে চিটি দেওয়ার পর আটককৃত বাংলাদেশী নাগরিককে পতাকা বৈঠক ছাড়াই স্থানীয় লোকজনের মাধ্যমে ফেরত দিয়েছে।