আবারো ইনজুরি, মাশরাফিকেও হারালো বাংলাদেশ
তামিম ইকবালের পর মাশরাফি বিন মর্তুজাকেও এশিয়া কাপের দলে পাচ্ছে না বাংলাদেশ। অন্যদিকে শঙ্কা রয়েছে টাইগার অধিনায়ক মুশফিকুর রহিমকে নিয়েও। আর সাকিব তো তিন ম্যাচের নিষেধাজ্ঞায় রয়েছেন।
ঘরের মাঠে এশিয়া কাপে বাংলাদেশ ক্রিকেট দলে নিয়ে দারুণ বিপদে রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইনজুরির কারণে জাতীয় দলের সেরা পেসার মাশরাফি বিন মুর্তজাকেও হারালো টাইগাররা।
এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে বোলিং করার সময় পাজরে মাংশ পেশিতে টান পান নড়াইল এক্সপ্রেস। ফলে এশিয়া কাপের পরবর্তী ম্যাচগুলোতে আর মাঠে নামতে পারবেন না মাশরাফি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি বিষয়টি নিশ্চিত করেছে। মাশরাফির পরিবর্তে এশিয়া কাপের দলে পেসার শফিউল ইসলামকে ডাকা হয়েছে।
জাতীয় দলের সেরা দুই ক্রিকেটার তামিম ইকবাল আগেই চোট পেয়ে ছিটিকে গিয়েছিলেন। নিষিদ্ধ থাকার কারণে সাকিব আল হাসানও আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামতে পারছেন না। অন্যদিকে অধিনায়ক মুশফিকুর রহিম এখনও নিশিত নন শনিবার মাঠে নামতে পারবেন কি না। সব মিলে ঘরের মাঠে এশিয়া কাপে টাইগারদেরে দল নিয়ে দারুণ বিপদে রয়েছে বিসিবি।