দোয়ারায় সংঘর্ষে মহিলাসহ আহত ৩০
দোয়ারাবাজারে বাড়ির সীমানা নিয়ে মতবিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ ৩০ব্যক্তি আহত হয়েছে।
গুরুতর আহত ৫জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও ১২জনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার সকালে উপজেলার দোহালিয়া ইউনিয়নের চৌমুনা গ্রামে আব্দুর রউফ ও বুরহান উদ্দিন পক্ষদ্বয়ের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, বাড়ির সীমানা নিয়ে চৌমুনা গ্রামে আব্দুর রউফ ও বুরহান উদ্দিনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। শুক্রবার সকালে বিরোধ নিস্পত্তির লক্ষ্যে সালিশ বৈঠক ডাকা হলে আব্দুর রউফ পক্ষ এতে সাড়া দেয়নি। ফলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ঘটনারদিন সকালে বুরহান উদ্দিন লোকজনের উপর প্রতিপক্ষরা অর্তকিত হামলা করলে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষে মহিলাসহ অন্তত ৩০ব্যক্তি আহত হয়। গুরুতর আহত রাজিয়া বেগম (২৫), রিনা বেগম (২২), ইমাম উদ্দিন (৩০)সহ ৫জনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও রাকিব আলী(২৩), বুরহান উদ্দিন (২৫), নুর উদ্দিন (৩৫), জবা বেগম (৯), নিজাম উদ্দিন (২৮), কালাই মিয়া (২২), জসিম উদ্দিন (২৫), নুরুল ইসলাম (৪৫), সমছুল ইসলাম (৪০), আমির উদ্দিন (৩৮), ছফির উদ্দিন (৩২), ফয়জুন নুর (২৮) কে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত অন্যান্যদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।