তিন উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের গেজেট প্রকাশ
জেলার ছাতক, দোয়ারাবাজার ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের নাম সরকারি গেজেট প্রকাশিত হয়েছে।
শনিবার জেলা রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবজিৎ সিংহ এ গেজেট প্রকাশ করেন।
গেজেটে ছাতক উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার খান, দোয়ারা উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ইদ্রিস আলী বীরপ্রতিক, ভাইস চেয়ারম্যান রেনু মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান ছালেহা বেগম, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম, ভাইস চেয়ারম্যান তৈয়বুর রহমান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা বেগমের নাম উল্লেখ করা হয়েছে।
গত ১৯ ফেব্রুয়ারি প্রথমদফা উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ীদের নাম গেজেট আকারে প্রকাশ করা হল।