দেশের প্রথম নারী উপাচার্য ড. ফারজানা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন অধ্যাপক ড. ফারজানা ইসলাম। বিশ্ববিদ্যালয়টির নৃবিজ্ঞান বিভাগের এই অধ্যাপককে সরকার ৪ বছরের জন্য উপাচার্য নিয়োগ করল। তিনি দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ইতিহাসে প্রথম কোনো নারী উপাচার্য।
রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। একই আদেশে ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর এম এ মতিনকেও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
গত ২০ ফেব্রুয়ারি সিনেট সভায় তিন জনের উপাচার্য প্যানেল নির্বাচিত হয়। এই প্যানেল থেকেই নিয়োগ পেলেন ড. ফারজানা। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তো বটেই, দেশের পাবলিক বিশ্ববিগলয়গুলোর ইতিহাসেও প্রথম কোনো নারী উপাচার্য।