জগন্নাথপুরে ‘নিরাপদ সড়ক চাই’র মানববন্ধন
জগন্নাথপুুের কয়ছর নূর (কয়েছ) এর খুনিদের গ্রেফতারের দাবিতে নিরাপদ সড়ক চাই উপজেলা শাখা সোমবার মানববন্ধন করেছে।
দুপুর পৌনে ১ টায় জগন্নাথপুর পৌর পয়েন্টে এ মানববন্ধন করে নিরাপদ সড়ক চাই।
ঘন্টা ব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি জাহেদ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সামছুজ্জামান শামিম ও সমাজ কর্মী আব্দুল মনাফের যৌথ পরিচালনায় প্রতিবাদ সভায় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌর মেয়র আক্তার হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, শিক্ষাবিদ আবু হুরায়রা ছাদ মাষ্টার, পৌর প্যানেল মেয়র আবাব মিয়া, অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহিন, জগন্নাথপুর বাজার বনিক সমিতির সভাপতি আফসর উদ্দিন ভূইয়া প্রমুখ।
উল্লেখ, গত ৯ ফেব্রুয়ারি জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর আশিঘর গ্রামেব বাসিন্দা আর্স্বাদ মিয়ার ছেলে কয়ছর নূর কয়েছকে স্থানীয় ছিক্কা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। পরে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৪ ফ্রেবুয়ারি তিনি মারা যান। এ ঘটনায় তার বাবা বাদী একটি হত্যা মামলা দায়ের করেন।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, হত্যা মামলার ৮ জন আসামি বর্তমানে জামিনে আছেন। অতিদ্রুত বাকি আসামিদের গ্রেফতার করে বিচারের আওতায় আনা হবে বলে তিনি জানান।