দিরাইয়ে স্টুডেন্ট কাউন্সিল উজ্জীবিতকরণ সভা
‘আমার অধিকার’-এর সহায়তায় ইউইআরডির পরিচালনায় ‘শিক্ষার মান, জাতির প্রাণ’ এই শ্লোগানকে সামনে রেখে রোববার সুনামগঞ্জের দিরাই উপজেলার সরমঙ্গল ইউনিয়নের হাসিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল উজ্জীবিতকরণ সভা ও প্রশিক্ষণ কার্যক্রম-২০১৪ অনুষ্ঠিত হয়।
মাস্টার ধীরেন্দ্র কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত হওয়া এ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তাপস কুমার রায়।
স্থানীয় ১০টি বিদ্যালয়ের ৩০ জন শিক্ষার্থীকে নিয়ে চলা এই কার্যক্রমে এলাকার শিক্ষক-শিক্ষিকা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিদ্যালয়গুলো হচ্ছে কল্যাণী, হাজারীপুর, হাসিমপুর, কামালপুর, নোয়ারচর, গোপালপুর, মাহতাবপুর, লৌলারচর, চরনারচর ও কার্তিকপুর। অনুষ্ঠানটি পরিচালনা করেন অবসরপ্রাপ্ত শিক্ষক গোপেন্দ্র চন্দ্র দাস ও সার্বিক সহযোগিতা করে ইউইআরডি কর্তৃপক্ষ।