সহিংসতায় শাস্তির নির্দেশনা দিয়েছি: ইসি
নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ বলেছেন, আগামী নির্বাচনগুলো সুষ্ঠু ও অবাধ করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। তাই যে কোন সহিংসতার ওপর তীক্ষ্ণ নজর রাখা ও অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দিয়েছি।
সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, গত ২৭ ফেব্রুয়ারি নির্বাচনে সহিংসতার যে সব অভিযোগ পেয়েছি সেগুলোর ব্যাপারে আমরা ইতোমধ্যে ব্যবস্থা নিয়েছি। এছাড়া কোন অভিযোগের সত্যতা পেলে আমরা ব্যবস্থা নেব।
জনবল বাড়ানোর কথা উল্লেখ করে শাহ নেওয়াজ বলেন, গত নির্বাচনগুলো থেকে এ নির্বাচনে বেশী জনবল নিয়োগ দেয়া হয়েছে।
ইসিতে করা বিভিন্ন এলাকার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, আমাদের কাছে যে সব বিষয়ে অভিযোগ আসছে তা আমরা দেখছি। ঢালাওভাবে অভিযোগ আসলে তা গ্রহণযোগ্য নয়।