দক্ষিণ সুনামগঞ্জে ২ পক্ষের সংঘর্ষে আহত ৩৫
পূর্ব বিরোধের জের ধরে সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ উভয় পক্ষের ৩৫ জন আহত হয়েছেন।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার শিমুলবাক ইউনিয়নের শিমুলবাক গ্রামে এ ঘটনা ঘটে। দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
গুরুতর আহত আব্দুল কাইয়ুম (৫৫) ও শাহিদা বেগমকে (৩৫) সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়া, আট জনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরী বিভাগ থেকে এ তথ্য জানা গেছে। আহত বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তাদের নামপরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘ দিন ধরে শিমুলবাক গ্রামের আজর আলী ও একই গ্রামের মজমদার আলীর মধ্যে গ্রাম্য বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিলো।
সোমবার সন্ধ্যায় আজর আলীর পক্ষে আখতার হোসেনের ছেলে ও মজমদার আলীর পক্ষে আব্দুল কাইয়ুমের ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে মঙ্গলবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে।
ওসি নাজিম উদ্দিন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে গ্রামের পরিস্থিতি শান্ত রয়েছে।