২০টি বোমা মেশিন ধ্বংস করল ভ্রাম্যমান আদালত
সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলা ধোপাজান বালু মহালে অবৈধভাবে বোমা মেশিন দিয়ে বালু উত্তোলনের দায়ে ২০টি বোমা মেশিন ধ্বংস করেছেন ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলার চলতি নদীর ধোপাজান বালু মহালে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমান আদালতের বিচারক মো. রাজিব আহমদ ও বিশ্বজিৎ পাল এ অভিযান পরিচালনা করেন।
এ সময় সুনামগঞ্জ সদর মডেল থানা ও বিশ্বম্ভরপুর থানা পুলিশ ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করে।
সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ধোপাজান বালু মহালে একটি চক্র অবৈধভাবে বোমা মেশিন দিয়ে বালু উত্তোলন করে আসছিল। মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালত বোমা মেশিনগুলো আটকের পর আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করে নদীতে ফেলে দেয়। ধ্বংসকৃত প্রতিটি বোমা মেশিনের আনুমানিক মূল্য প্রায় চার লাখ টাকা।
সূত্র আরো জানায়, বালু মহাল থেকে অবৈধভাবে বোমা মেশিন দিয়ে বালু উত্তোলনের ওপর উচ্চ আদালতের নিষেধাজ্ঞা রয়েছে।
সুনামগঞ্জ জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।