টেন্ডুলকারের সম্মানার্থে ২৫ ফুট উঁচু স্টিল ব্যাট

অবসরে যাওয়া ভারতীয় ক্রিকেটার শচিন টেন্ডুলকারের প্রতি সম্মান জানাতে ‘নেটওয়ার্ক-১৮’ নামের একটি প্রতিষ্ঠান ২৫ ফুট লম্বা একটি স্টিলের ব্যাট উন্মোচন করেছে। বর্ণাঢ্য প্রায় সিকি শতাব্দির ক্যারিয়ারে ভারত তথা বিশ্ব ক্রিকেটে টেন্ডুলকারের অবদানের স্বীকৃতি হিসাবে এ ব্যাট তৈরি করে প্রতিষ্ঠানটি।

দুই টনের বেশি ওজন এবং বিশ্বের সর্ববৃহৎ ব্যাটটি টেন্ডুলকারের বাসভবনের কাছেই স্থাপন করা হয়েছে। স্টেইনলেস স্টিলের তৈরি ‘ব্যাট অব অনার’ নামক এ ব্যাটটি টেন্ডুলকার নিজেই জনসমক্ষে উন্মোচন করেন।

ব্যাটের মাঝে মাস্টার ব্যাটসম্যানের বিদায়ী ভাষণ থাকায় এটি আরো বিশেষ কিছুতে পরিণত করেছে।

x