সিলেট নগরীতে বিশৃঙ্খলা ও নাশকতারোধে নামবে জলকামান

সিলেট মহানগরীতে যেকোনো বিশৃঙ্খলা ও নাশকতারোধে মাঠে নামবে জলকামান। ঢাকায় এই জলকামানের ব্যবহার অনেক পুরনো হলেও সিলেটের রাস্তায় এই প্রথম দেখা যাবে অস্ত্রযানটি। প্রায় এক সপ্তাহ আগে জলকামানটি ঢাকা থেকে সিলেট মহানগরীতে নিয়ে আসা হয়। তবে এখন পর্যন্ত এটি ব্যবহারের প্রয়োজন পড়েনি। এই অস্ত্রযানটি রাখা হয়েছে সিলেট পুলিশ লাইনস মাঠে ।

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ কমিশনার ও মুখপাত্র মো. রহমত উল্লাহ বলেন, ‘জলকামানটি সিলেটে নতুন এসেছে। তবে এখনো এটি ব্যবহারের প্রয়োজন পড়েনি। এসএমপির অস্ত্রবহরে জলকামান যুক্ত হওয়ায় এখন রাস্তায় বিশৃঙ্খলাকারীদের প্রতিরোধ সহজ হবে।’

মহানগর পুলিশ সূত্র জানায়, বিভিন্ন ইস্যুতে বিরোধী দলের ডাকা কর্মসূচিতে সিলেটের রাজপথে বিশৃঙ্খল ঘটনা ঘটে থাকে। এসব ঘটনা নিয়ন্ত্রণ করতে পুলিশকে হিমশিম খেতে হয়। অনেক সময় বিশৃঙ্খলাকারীদের মোকাবেলা করতে গিয়ে পুলিশ সদস্যদের আহত হতে হচ্ছে। এ অবস্থায় বিরোধী দলসহ বিশৃঙ্খলাকারীদের ঠেকাতে সিলেটে জলকামান নিয়ে আসা হয়েছে।

x