ধর্মপাশায় বিএনপির একক প্রার্থী ঘোষণা
উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বিএনপির একক প্রার্থী ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসম খালেদ।
নির্বাচনে চেয়ারম্যান পদে জেলা বিএনপির সহসভাপতি মোতালেব খান, ভাইস চেয়ারম্যান পদে মোশাহিদ তালুকদার ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবিকুন নাহারকে দলীয় প্রার্থী ঘোষণা করা হয়।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসম খালেদ জানান, সোমবার ঢাকায় বিএনপির কেন্দ্রীয় নেতারা সুনামগঞ্জে ধর্মপাশা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারী আব্দুল মোতালেব খান, সাইফুল ইসলাম কামাল ও আলী আমজাদের সাক্ষাৎকার নেন।
এ সময় উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মো. শাহজাহান, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপিত ডা. রফিক চৌধুরী, সাধারণ সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন, সাংগঠনিক সম্পাদক আসম খালেদ ও তথ্য ও গবেষণা সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক উমর ফারুক আলহাদী প্রমুখ।