লেগুনা খাদে পড়ে চালক নিহত
সুনামগঞ্জের জামালগঞ্জ-কাঠইর সড়কের শান্তিপুর এলাকায় একটি যাত্রীবাহী লেগুনা খাদে পড়ে লেগুনা চালক জিয়া(২২) নিহত ও ৩ যাত্রী আহত হয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। চালক জিয়া জামালগঞ্জ উপজেলার ঘাগটিয়া গ্রামের বাসিন্দা। তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের সদস্য আজিজুর রহমান বাংলানিউজকে জানান, সন্ধ্যায় জামালগঞ্জ থেকে সুনামগঞ্জগামী একটি লেগুনা মোহনপুর ইউনিয়নের শান্তিপুর এলাকায় গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে লেগুনাটি খাদে পড়ে যায়।
এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক জিয়াকে মৃত ঘোষণা করেন।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম খান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।