উপজেলা নির্বাচন দলীয়ভাবে করার পক্ষে শতভাগ
উপজেলা নির্বাচন দলীয়ভাবে করার পক্ষে শতভাগ একমত বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
তিনি বলেন, ‘উপজেলা নির্বাচন নির্দলীয় করার কোনো মানে হয় না বলে সৈয়দ আশরাফুল যে বক্তব্য দিয়েছেন, আমি তার সঙ্গে একশ ভাগ একমত।’
বুধবার দুপুর দেড়টায় সিলেট অডিটরিয়ামে বেসরকারি সাহায্য সংস্থা (এনজিও) ‘সীমান্তিক’ আয়োজিত ‘আলোকিত সিলেট, স্বাস্থ্য ও শিক্ষাখাতে উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভা ও অর্থমন্ত্রীকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ সব কথা বলেন।
উপজেলা নির্বাচনের পর পরই সরকার পতনের যে আন্দোলনের ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া, এর জবাবে অর্থমন্ত্রী সরকার পতনের আন্দোলন বিএনপির মুখে মানায় না বলেও মন্তব্য করেন।
তিনি বিএনপিকে উদ্দেশ করে বলেন, কোনো অনির্বাচিত ব্যক্তির হাতে ক্ষমতা দেওয়া যায় না। অনির্বাচিত ব্যক্তির হাতে ক্ষমতা দিলে টকশো হিরো তৈরি হয়।
তিনি বলেন, বিএনপির অতীত আন্দোলনের রেকর্ড অনুযায়ী, তাদের মুখে এসব আন্দোলনের কথা মানায় না।