একই টেবিলে আ.লীগ, বিএনপি, জাতীয় পার্টি
একই টেবিলে বসে আলোচনা করেছেন আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের জ্যেষ্ঠ নেতারা।
বুধবার বাংলাদেশের রাজনীতিতে নারী নেতৃত্ব নিয়ে এক গোলটেবিল বৈঠকে অংশ নেন তারা। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহায়তায় এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল (ডিআই)।
ডিআই এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানো হয়েছে।
এতে বলা হয়েছে, রাজধানীর একটি হোটেলে ওই বৈঠকে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান, জাতীয় পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ও সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভি
বিজ্ঞপ্তির বরাতে জানা যায়, বৈঠকে আরও অংশ নেন সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন, সিরাজগঞ্জের চৌহালি উপজেলা চেয়ারম্যান মাহফুজা বেগম, জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ইউএসএআইডির মিশন পরিচালক জেনিনা জারুজেলস্কি।
বৈঠকে রাজনীতিতে নারীদের অংশগ্রহণ ও নেতৃত্বের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। রাজনীতিতে নারীদের সুযোগ-সুবিধা এবং নারীদের অংশগ্রহণ আরও বাড়ানোর ওপর জোর দেন আলোচকেরা।
বৈঠকের সমাপনী বক্তব্যে জেনিনা জেরুজেলস্কি বলেন, ‘গণতন্ত্রের মৌলিকত্ত হচ্ছে দেশের অর্ধেক জনগোষ্ঠীকে বলতে দেওয়া। শক্তিশালী গণতন্ত্রে জীবনের সর্বক্ষেত্রে পুরোপুরি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীদের অবশ্যই অংশ নেওয়া উচিত।