মৎস্য খামার পরিদর্শন করল সরকারি কলেজের শিক্ষার্থীরা
মোহাম্মদপুর আবাসিক এলাকার আহমদ বহুমুখী মৎস্য খামার পরিদর্শন করেছে সুনামগঞ্জ সরকারি কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।
বুধবার বেলা ১১টায় কলেজের প্রাণীবিজ্ঞান বিভাগের তত্ত্বাবধানে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা মৎস্য খামারের বিভিন্ন দিক ঘুরে দেখে।
দুপুর ২টায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মেজর ছয়ফুল কবীর চৌধুরী, উপাধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলাম, সহযোগী অধ্যাপক কল্পনা তালুকদার, নীলিমা চন্দ, সহকারি অধ্যাপক জীবন কৃষ্ণ আচার্য্য, মো. আব্দুর রকিব তারেক, প্রভাষক শামীম মিয়া, সজল কুমার সরকার, নাদিম হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, পড়ালেখার পাশাপাশি সকল ধরনের সামাজিক কর্মকান্ড ও খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষাসফর প্রভৃতি কর্মকান্ড খুবই গুরুত্বপূর্ণ। ভালো ফলাফলের জন্য বই পড়ার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও ভূমিকা রাখতে হবে।
শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন, তাওসিফ মোনাওয়ার, ফারজিয়া হক ফারিন, বশির খাঁন ও সাদিকুর রহমান।
দুপুর ৩টায় কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মধ্যাহ্নভোজ।
দিনব্যাপী এ কার্যক্রমের ফাঁকে ফাঁকে শিক্ষার্থীরা গান, কবিতা আবৃত্তি ও অভিনয় করে সবাইকে মাতিয়ে রাখে।