খালেদা – বি চৌধুরীর বৈঠক
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিকল্পধারা বাংলাদেশ-এর প্রেসিডেন্ট অধ্যাপক ড. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বৈঠকে বসেছেন।
বৃহস্পতিবার রাত ৯টা ১০ মিনিটে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত সম্পাদক মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিকল্পধারা বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাহী বি. চৌধুরীও উপস্থিত আছেন।
রাষ্ট্রপতির পদ হারানোর পর এই প্রথম বিএনপি চেয়ারপারসনের সঙ্গে বৈঠক হচ্ছে বি. চৌধুরীর। দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এ বৈঠককে গুরুত্ব দিয়ে দেখছেন দল দুটি।