সংসদের সংরক্ষিত আসনে শাহানা রব্বানীর মনোনয়ন লাভ
দশম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন সুনামগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা অ্যাডভোকেট শামসুন্নাহার রব্বানী শাহানা।
বৃহস্পতিবার তার নাম ঘোষণা করা হয়েছে।
জাতীয় পর্যায়ের বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল ও টেলিভিশনে আওয়ামী লীগ মনোনীত ৩৯ জন সাংসদের নাম প্রকাশ করা হয়।
শাহানা রব্বানী সুনামগঞ্জ ও সিলেট জেলায় সংরক্ষিত আসনের সাংসদ হিসেবে দায়িত্ব পালন করবেন।
তিনি জানান, বিকেলে খবর পেয়েছেন তাকে সংরক্ষিত আসন (সুনামগঞ্জ-সিলেট) চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে। তবে এখনো লিখিত কোন কাগজপত্র হাতে পাননি তিনি।
অ্যাডভোকেট শামসুন্নাহার রাব্বানী শাহানা বামদল দিয়ে রাজনৈতিক জীবন শুরু করেন। বর্তমানে তিনি জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদিকা হিসেবে দায়িত্ব পালন করছেন। সুনামগঞ্জ জেলা মহিলা সংস্থারও চেয়ারম্যান তিনি।