তাহিরপুর ও বিশ্বম্ভরপুরে ২ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল, বৈধ প্রার্থী ৩৭

নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত ৫ম দফা উপজেলা পরিষদ নির্বাচনে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর ও তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে তাহিরপুর উপজেলার ২ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

বুধবার প্রার্থী বাছাইয়ের শেষ দিনে বিশ্বম্ভরপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী দিলীপ কুমার বর্মনের সরকারী লাইসেন্সধারী সারডিলার তাহিরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে মিলন কুমার তালুকদারের ফরম পুরণে ভূল ও আয়কর সার্টিফিকেট ও রিটার্ন সংযুক্ত না করায় তাদের মনোনয়ন বাতিল ঘোষণা করেন জেলা রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক দেবজিৎ সিংহ।

তাহিরপুর উপজেলা পরিষদে বৈধ চেয়ারম্যান প্রার্থী ৯ জন, ভাইস চেয়ারম্যান ৬ জন, মহিলা ভাইস চেয়ারম্যান ৭জন। বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থীরা হলেন আনিসুল হক, রাখাব উদ্দিন, কামরুল ইসলাম, আবুল কাশেম এবং আ’লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীরা হলেন আবুল হোসেন খা, আ’লীগ বিদ্রোহী রিয়াজ উদ্দিন খন্দকার লিটন, জালাল উদ্দিন, প্রভাষক আলী মুর্তুজা, শ্রমিকলীগ নেতা আব্দুল হেকিম।

ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন ফেরদৌস আলম আখঞ্জি, মোঃ ফেরদৌস আলম, মোঃ লিয়াকত আলী, মোঃ রতন মিয়া, ছালেহ আহমদ, প্রবীর কুমার রায় এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আফিয়া আক্তার, মোছাঃ আফিয়া আফিন্দি. খালেদা বেগম, নাসিমা বেগম, সাহেদা আক্তার, সুলতানা বেগম, হেনা আক্তার।

বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ নির্বাচনে বৈধ চেয়ারম্যান প্রার্থী ৩ জন, ভাইস চেয়ারম্যান ৮জন, মহিলা ভাইস চেয়ারম্যান ৪জন। বিএনপি সমর্থিত একক চেয়ারম্যান প্রার্থী ধনপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান হারুন অর রশিদ দুলাল, স্বতন্ত্র প্রার্থী জহিরুল ইসলাম (অব: সার্জেন্ট), আ’লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম তালুকদার।

ভাইস চেয়ারম্যান সুলেমান তালুকদার ও মহিলা ভাইস চেয়ারম্যান গীতা রানী তালুকদার, ১৯দলীয় সমর্থিত এড. আবুল বাশার (জামায়াত), মহিলা ভাইস চেয়ারম্যান মদিনা আক্তার (বিএনপি), জমিয়তের ফখর উদ্দিন, খেলাফত মজলিসের মোস্তফা কামাল, স্বতন্ত্র প্রার্থী শহিদুল্লাহ, ফজলুল হক মেম্বার, বীরমুক্তিযোদ্ধা তাজ্জত আলী খাঁন, আ’লীগ বিদ্রোহী প্রার্থী নুরুল আলম ছিদ্দিকী, মহিলা ভাইস চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী আয়েশা আক্তার, মাহফুজা আক্তার রীনা বৈধ বলে বিবেচিত হয়েছেন।

উক্ত উপজেলাগুলোতে আগামী ১৩ মার্চ প্রতীক বরাদ্দ এবং ৩১ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে।

x