ধর্মপাশা ও শাল্লায় ৪ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
উপজেলা নিবার্চনের চতুর্থ ধাপে সুনামগঞ্জের ধর্মপাশা ও শাল্লা উপজেলায় বৃহস্পতিবার ৪ প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
এরা হচ্ছেন, ধর্মপাশা উপজেলা পরিষদে চেয়ারম্যান পদপ্রার্থী মো. আলী আমজাদ, প্রভাকর তালুকদার এবং ভাইস-চেয়ারম্যান (পুরুষ) পদপ্রার্থী হাবিবুল্লা এবং শাল্লা উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হাজিরুল ইসলাম।
সুনামগঞ্জ জেলা নির্বাচন অফিসার মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ধর্মপাশা উপজেলায় চেয়ারম্যান পদে ০৮ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ০৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ০৩ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করবেন।
অন্যদিকে শাল্লা উপজেলায় চেয়ারম্যান পদে ০৩ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
উল্লেখ্য, এ দু’টি উপজেলায় ২৩ মার্চ ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।