জামালগঞ্জে এক ব্যক্তিকে জরিমানা
জামালগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে আচরন বিধি লঙ্ঘনের দায়ের সুবাশ পাল (৫৫) নামের এক ব্যক্তিকে বৃহস্পতিবার ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
তিনি উপজেলার সাচনার বাজারের মৃত জিতেন্দ্র পালের ছেলে।
ভ্রাম্যমান আদালতের বিচারক ও জামালগঞ্জ উপজেলা নির্বার্হী কর্মকর্তা শাফি কামাল এ দন্ডাদেশ দেন।
পুলিশ জানায়, উপজেলা পরিষদ নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘন করে লিফলেট বিতরণ করার অপরাধে দুপুর ১ টার দিকে জামালগঞ্জ থানা পুলিশ সুবাশকে আটক করে।
পরে ভ্রাম্যমান আদালতে উপস্থিত করলে স্বাক্ষ্য প্রমান শেষে বিকেল ৪ টার দিকে আদালত সুবাশকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।
জরিমানা আদায়ের পর পুলিশ তাকে ছেড়ে দেয়।
জামালগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম শফি কামাল বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলা নির্বাচনী আচরণ বিধি মালা (২০১৩) এর ১৮/(১) ধারায় পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।