দিরাইয়ে যুবতীর লাশ উদ্ধার
দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের শরিফপুর গ্রামের তানিয়া বেগম (১৮) নামে এক কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে। তানিয়া ওই গ্রামের নুরুল হকের মেয়ে।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নিজের ঘরে গলায় ফাঁস লাগানো অবস্থায় তানিয়ার লাশ পাওয়া যায়।
এলাকাবাসির ধারণা, প্রেমঘটিত কারণে তানিয়া আত্মহত্যা করেছেন।
এ ব্যাপারে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।