প্রধানমন্ত্রী বরাবরে স্মারক লিপি দিলেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা
সদ্য ঘোষিত বৈষম্যপূর্ণ বেতন স্কেল সংশোধন পূর্বক প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষকদের এক ধাপ নীচের বেতন স্কেল প্রদান, সরাসরি প্রধান শিক্ষক পদে নিয়োগ বন্ধ করে শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিতকরণের দাবীতে বৃহস্পতিবার বিকালে স্থানীয় ট্রাফিক পয়েন্টে সুনামগঞ্জ জেলা প্রাথমিক সহকারী শিক্ষক পরিষদ মানববন্ধন করেছে।
এ সময় বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা প্রাথমিক সহকারী শিক্ষক পরিষদের আহবায়ক ও সদর উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মোঃ হারুন অর রশিদ।
মানববন্ধন শেষে মিছিলটি প্রধানমন্ত্রী বরাবরে স্মারক লিপি পাঠানোর জন্য সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাফায়াত মাহবুব চৌধুরীর হাতে স্মারক লিপিটি তোলে দেয়।