সুনামগঞ্জের ২ উপজেলায় প্রতীক বরাদ্দ
উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে সুনামগঞ্জের দুই উপজেলায় বৈধ প্রর্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
শুক্রবার সংশ্লিষ্ট রির্টানিং অফিসার প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন।
উপজেলাগুলো হচ্ছে, জেলার ধর্মপাশা ও শাল্লা।
জেলা নির্বাচন অফিস জানায়, সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান আব্দুল আউয়াল পেয়েছেন আনারস প্রতীক, বিএনপি’র সমর্থিত প্রার্থী আব্দুল মোতালেব খান পেয়েছেন দোয়াত-কলম, একেএম খসরুজ্জামান পেয়েছেন মোটর সাইকেল, মো. ফখরুল ইসলাম পেয়েছেন টেলিফোন, রাসেল আহমদ পেয়েছেন চিংড়ি মাছ, শামীম আহমেদ পেয়েছেন হেলিকাপ্টার, শামীম আমেদ মুরাদ পেয়েছেন, ঘোড়া এবং মো. সাইফুল ইসলাম পেয়েছেন কাপ-পিরিচ প্রতীক।
এ উপজেলায় ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে, মো, আব্দুল হাই তালুকদার পেয়েছেন উড়োজাহাজ, নির্মল দেবনাথ পেয়েছেন টিউবওয়েল, মোশাহিদ তালুকদার পেয়েছেন তালা, মো. সাইফুল ইসলাম পেয়েছেন চশমা প্রতীক।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে চিনু রানী সরকার পেয়েছেন প্রজাপ্রতি, রেখা রানী সরকার পেয়েছেন কলস ও সাবেকুন্নাহার পেয়েছেন হাঁস প্রতীক।
ধর্মপাশা উপজেলায়, ৬৪টি ভোট কেন্দ্রে ১ লাখ ৩৬ হাজার ২ শ ১৯ জন ভোটর এ মধ্যে পুরুষ ভোটার হেচ্ছন ৬৮ হাজার ৩ শ ২৯ জন এবং ৬৭ হাজার ৮ শ৯০ জন নারী ভোটার।
এদিকে শাল্লা উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ (সুরঞ্জিত সেন সমর্থিত) প্রার্থী চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ পেয়েছেন ঘোড়া প্রতীক, বিএনপি সমর্থিত গনেন্দ্র চন্দ্র সরকার পেয়েছেন আনারস এবং বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অবনী মোহন দাস পেয়েছেন দোয়াত-কলম প্রতীক।
এ উপজেলায় ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে অরিন্দম চৌধুরী পেয়েছেন তালা প্রতীক, আবুল হাসনাত পেয়েছেন টিয়া পাখি, দিপু রঞ্জন দাস পেয়েছেন টিউবওয়েল, মাহবুব সোবহানী চৌধুরী পেয়েছেন চশমা এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে আমিতা রানী দাশ পেয়েছেন প্রজাপ্রতি, মোছা. নেহার বেগমপেয়েছেন ফুটবল, নূরনেহার বেগম পেয়েছেন হাঁস, মোছা. ফরজু নেছা পেয়েছেন পদ্মফুল, রেজিয়া বেগম পেয়েছেন কলস ও স্বপ্না রানী দাস পেয়েছেন সেলাই মেশিন প্রতীক।
শাল্লা উপজেলায় ৩৬টি ভোট কেন্দ্রে ৭০ হাজার ৯ শ ০৬ জন ভোটর এর মধ্যে পুরুষ ভোটার হচ্ছেন ৩৫ হাজার ৬ শ ৪২ জন এবং ৩৫ হাজার ২ শ ৬৪ জন নারী ভোটার।
উল্লেখ্য, এ দু’টি উপজেলায় ২৩ মার্চ ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।