আগাম নির্বাচনের ইঙ্গিত দিলেন সুরঞ্জিত

আগাম জাতীয় সংসদ নির্বাচনের ইঙ্গিত দিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। তবে সে ক্ষেত্রে তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি জুড়ে দিয়েছেন বেশকিছু শর্ত।

খালেদা জিয়াকে উদ্দেশ করে সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ‘আগাম নির্বাচন যদি চান ৭ মার্চ স্বাধীনতার ঘোষণা, বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতার ঘোষক, বাহাত্তরের সংবিধান আমাদের সংবিধান ও এই সরকারকে বৈধ সরকার ঘোষণা করতে হবে আপনাকে।’

তিনি বলেন, ‘আপনাকে অস্ত্রবাজি-বোমবাজি ছাড়তে হবে এবং উপরের শর্তগুলো মানতে হবে। শর্তগুলো মানলেই আপনার আগাম নির্বাচনের আবদার বিবেচনা করা হবে।’

শুক্রবার বিকেল ৩টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ উপলক্ষ্যে এক সমাবেশে সোহরাওয়ারর্দী উদ্যানে তিনি এ কথা বলেন।

সুরঞ্জিত বলেন, ‘প্রায় একযুগ আগে বদরুদ্দোজা চৌধুরীকে রাষ্ট্রপতি থেকে খালেদা জিয়া অব্যহতি দিয়েছিলেন। বৃহস্পতিবার তারা দুইজন আবার একসঙ্গে বৈঠক করেছেন, সেখানে সিদ্ধান্ত নিয়েছেন শেখ হাসিনাকে আগাম নির্বাচন দেয়ার আহ্বান জানানোর। তাই আমি বলতে চাই, আপনারা যদি শর্তগুলো না মানেন তাহলে কোনা আবদারই রক্ষা করা হবে না।’

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সমাবেশে উপস্থিত আছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে আরো উপস্থিত আছেন উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, নুহ-উল আলম লেনিন, যুগ্ম-সাধারণ সম্পাদক ড. দীপু মনি, মাহনগর ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজ প্রমুখ।

x