Skip to content

এবার বগুড়ায় সুড়ঙ্গ খুঁড়ে ব্যাংকের টাকা চুরি

কিশোরগঞ্জের পর এবার বগুড়ার আদমদিঘিতে সুড়ঙ্গ খুঁড়ে সোনালী ব্যাংকের ভল্ট থেকে টাকা চুরির ঘটনা ঘটেছে। ভল্টে ৩২ লাখ টাকা ছিল বলে জানা গেছে।

শনিবার সন্ধ্যা পৌনে ৬ টার দিকে ব্যাংকের পাশের এক দোকানদার প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে এ সুড়ঙ্গ দেখতে পান।

বিষয়টি ব্যাংকের দারোয়ানকে জানালে তিনি সঙ্গে সঙ্গে কর্মকর্তাদের অবহিত করেন। তারা স্থানীয় থানা পুলিশকে অবগত করলে ঘটনাস্থলে পুলিশের আদমদিঘী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সেখানে উপস্থিত রয়েছেন।

কিন্তু এ বিষয়ে ব্যাংকের ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি না দেখে কিছু বলতে পারবেন না বলে জানান।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন- ব্যাংকের দুই নৈশ প্রহরী, ব্যাংকের পাশে থাকা দোকানের মালিক ও কর্মচারি।

শনিবার ব্যাংক বন্ধ থাকলেও সংরক্ষিত নারী নারী আসনের প্রার্থীদের জামানত জমা দেওয়ার জন্য রাষ্ট্রায়ত্ত চারটি ব্যাংক খোলা রাখা হয়।

x