তারেক বোমা হামলার প্রতীক: হাছান মাহমুদ

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘তারেক রহমান স্বাধীনতা ও দেশের স্বার্বভৌমত্বের প্রতীক নয়, তিনি সন্ত্রাস, দুর্নীতি ও বোমা হামলার প্রতীক। তার নেতৃত্বে হাওয়া ভবন থেকে ১৫ আগস্ট বোমা হামলা করা হয়েছে।’

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামসহ বিএনপির নেতারা তারেক রহমানকে স্বাধীনতা ও দেশের স্বার্বভৌমত্বের প্রতীক বলে জাতির সঙ্গে উপহাস করেছেন বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার ঢাকা রিপোর্র্টস ইউনিটিতে বঙ্গবন্ধু পল্লী চিকিৎসক একাডেমি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং বিকল্পধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর বৈঠকের প্রসঙ্গ টেনে হাছান মাহমুদ বলেন, ‘বৈঠকে খালেদা জিয়াকে আলোচনার জন্য পরার্মশ দিয়েছেন বদরুদ্দোজা। আমি বলবো আলোচনা হতে পারে। তবে তার আগে ১৫ আগস্ট ভুয়া জন্ম দিনের জন্য খালেদা জিয়াকে ক্ষমা চাইতে হবে, এ সরকারকে বৈধ সরকার বলে স্বীকার করতে হবে, জামায়াতের সঙ্গ ত্যাগ করতে হবে।’

কূটনৈতিকদের সমালোচনা করে তিনি বলেন, ‘তারা আমাদের দেশের ঘরোয়া রাজনীতি নিয়ে কথা বলেন। যা পৃথিবীর অন্য কোনো দেশে নেই। তবে এর কারণ আমাদের দেশের কিছু কিছু রাজনৈতিক দল তাদের কাছে ধরনা দেয়। আমাদের সমস্যা আমাদের বসে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। এ দেশ সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে নিতে হবে।’

আলোচনা সভায় সভাপতিত্ব করেন- সংগঠনের উপদেষ্টা চিত্ত রঞ্জন দাস।

x