প্রাথমিকের প্রধান শিক্ষকরা ২য় শ্রেণীর কর্মকর্তা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের তৃতীয় শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা হিসেবে উন্নীত করার ঘোষণা দিলেন।
আজ রোববার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
অনুষ্ঠানে প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থী ঝরে পড়া রোধে স্বপ্রণোদিত হয়ে প্রত্যেকটি স্কুলকে ফান্ড তৈরির তাগিদ দেন প্রধানমন্ত্রী।
প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থী ঝরে পড়া অনেকাংশে হ্রাস পেয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন,এটিকে (ঝরে পড়া শিক্ষার্তীর হাড়) শূন্যের কোঠায় নিয়ে আসতে হবে। প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানকে স্বপ্রণোদিত হয়ে স্কুল ফান্ড গঠন করতে হবে। খাবারের নিশ্চয়তা পেলে কোনো শিশুই আর স্কুল ছেড়ে দেবে না।