ধর্মপাশায় শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস বিতরণ
ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউনিয়নটির ১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ৫’শ ৬৯ জন ছাত্রছাত্রীর মধ্যে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে।
সোমবার বেলা ১১টায় ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পাইকুরাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ফেরদৌসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ওয়াহেদ আলী, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা বিজয় সরকার প্রমুখ।