জোরে মারলেও ছক্কা হয় না: নাসির
বাংলাদেশ ক্রিকেট দলের নিয়মিত পারফরমারদের একজন অলরাউন্ডার নাসির হোসেন। জাতীয় দলের হয়ে গেল ২ বছরে দারুণ ক্রিকেট খেলেছেন কৃষকায় এই ব্যাটসম্যান। তবে সদ্য শেষ হওয়া এশিয়া কাপ ও শ্রীলঙ্কা সিরিজে একেবারে নিজের ছায়া হয়ে গিয়েছিলেন নাসির। সেজন্য সাম্প্রতিক সময়ে কড়া সমালোচনায় বিদ্ধ হতে হয়েছে এই অলরাউন্ডারকে।
তাই বিশ্বকাপে দ্যুতি ছড়িয়ে এই কানাঘুষা ও অসন্তোষকে একেবারে নিশ্চুপ করে দিতে চান নাসির। সোমবার সকাল ১১ টায় হোটেল সোনারগাঁওয়ে আইসিসি মিডিয়া ওপেন রাউন্ডে এসব কথা জানান টাইগার এই ব্যাটসম্যান।
নাসির জানান, ‘শ্রীলঙ্কা সিরিজ ও এশিয়া কাপে ভালো ক্রিকেট খেলেও জিততে পারিনি। এটা আমাদের জন্য খুবই দুঃখ্জনক। তবে সবকিছু ভুলে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো কিছু করতে হবে আমাদের।’ নিজের পারফরম্যান্স নিয়ে রংপুরের এই ব্যাটসম্যান বলেন,‘এটা সত্যি যে- আমি গত কয়েকটি ম্যাচে ভালো কিছু করতে পারিনি। তবে আমি যে স্থানে ব্যাটিং করি তা খুবই চ্যালেঞ্জিং। সেটা শুধু আমার জন্য নয় বরং সবার জন্যই। তবে আমার বিশ্বাস টি-টোয়েন্টি বিশ্বকাপে কোন সমস্যা হবে না। আশা করছি তখন দলের জন্য ভালো কিছু করতে পারব।’
এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে বিশাল রান করেও হারের স্বাদ পেতে হয়েছে বাংলাদেশকে। এক শহিদ আফ্রিদির নিকট পরাস্ত হয় টাইগাররা। তাই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে আফ্রিদির মতো ব্যাটিং করা সম্ভব কি না জানতে চাইলে নাসির জানান, ‘দেখেন আফ্রিদির সঙ্গে আমার তুলনা হয় না। আফ্রিদির ব্যাটের হাতায় লাগলেও ছক্কা হয়। আর আমি তো জোরে মারলেও ছক্কা হয় না। আফ্রিদির শক্তি আর আমার শক্তি সমান নয়।’