প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা ২৮ মার্চ

সুনামগঞ্জসহ দেশের ১৭ জেলার প্রাথমিক সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষা ২৮ মার্চ শুক্রবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।

সোমবার দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শিক্ষার জন্য সহকারী শিক্ষক নিয়োগ ২০১৩ বাতিলকৃত ১৭ জেলার নিয়োগ পরীক্ষা ২৮ মার্চ তারিখে অনুষ্ঠিত হবে।

জেলাগুলো হলো সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, ঢাকা, রাজবাড়ী, ময়মনসিংহ নেত্রকোনা, শেরপুর নারায়গঞ্জ, কক্সবাজার, রাজশাহী, পাবনা, লালমনিরহাট, খুলনা, সাতক্ষীরা ঝিনাইদহ ও মেহেরপুর।

পরীক্ষার জন্য নতুন করে পরীক্ষার্থীর জন্য প্রবেশপত্র ইস্যু করা হবে না। আগের প্রবেশ পত্রই কার্যকর থাকবে বলে জানানো হয়েছে। এর আগে ১৭ জেলায় প্রশ্নপত্র ফাঁসের খবরে পরীক্ষা স্থগিত করা হয়।

x