ছাতকে প্রীতি ফুটবল ম্যাচে ইউনাইটেড ক্লাব বিজয়ী
ছাতকে প্রীতি ফুটবল ম্যাচে ইউনাইটেড ক্লাব ১-০গোলে বিজয়ী হয়েছে।
সোমবার বিকেলে ছাতক হাইস্কুল মাঠে যুক্তরাজ্যের উইভার্স এফসি লন্ডন ফুটবল ক্লাব ও ছাতক ইউনাইটেড ফুটবল ক্লাবের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, পৌর মেয়র আবুল কালাম চৌধুরী।
ফুটবল ম্যাচ দেখতে হাইস্কুল মাঠে জড়ো হয় হাজারো ফুটবল প্রেমী দর্শক। উভয় ফুটবলদলের খেলোয়াড়দের ক্রিড়ানৈপুন্য উপস্থিত দর্শকরা আনন্দভরে উপভোগ করেন। খেলার প্রথমার্ধে ফ্রি কিকে ছাতক ইউনাইডেট ক্লাব ১-০ গোলে এগিয়ে যায়। নির্ধারিত সময়ের মধ্যে উইভার্স এফসি লন্ডন ফুটবল ক্লাব সমতা ফিরিয়ে আনতে না পারায় এ ফলাফলের মাধ্যমেই খেলা শেষ হয়।
খেলা শেষে বিজয়ীদলের অধিনায়ক লাল মিয়ার হাতে চ্যাম্পিয়ান ট্রফি তুলে দেন প্রধান অতিথি পৌর মেয়র আবুল কালাম চৌধুরী।
উভয়দলের খেলোয়াড়দের উপস্থিত অতিথিবৃন্দ মেডেল পরিয়ে দেন। ছাতকের সাবেক কৃতি ফুটবলারদের উদ্যোগে এ খেলার আয়োজন করা হয়।