এবার রেল যোগাযোগে সংযুক্ত হচ্ছে সুন্দরবন

এবার রেল যোগাযোগের সঙ্গে যুক্ত হতে যাচ্ছে সুন্দরবন। যশোরের নাভারণ ও বেনাপোল ভায়া হয়ে সাতক্ষীরা শ্যামনগরের মুন্সীগঞ্জ পর্যন্ত রেল লাইনের সংযোগ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার।

৯৬ কিলোমিটার দীর্ঘ এই রেলপথ নির্মাণের সম্ভাব্যতা জরিপ শেষে এক মতবিনিময় সভায় এ সংক্রান্ত তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার যশোর সার্কিট হাউসে জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে মতনিমিয় সভায় বক্তব্য প্রকল্পের ডেপুটি টিম লিডার আবু জাফর জরিপ প্রতিবেদন উপস্থাপন করেন।

তিনি জানান, যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারণ থেকে বেনাপোল-কলারোয়া-সাতক্ষীরা-সদর-দেবহাটা-কালীগঞ্জ-শ্যামনগরের মুন্সীগঞ্জ পর্যন্ত রেল লাইন স্থাপন করা হবে।

এ রেল লাইনের দীর্ঘ ৯৬ কিলোমিটার। রেল লাইনের জন্য তিনটি রুটে জরিপ পরিচালনা করা হয়েছে। জনগণের মতামতের ভিত্তিতে একটি রুটের প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হবে। এরপর চূড়ান্ত কাজ শুরু হবে।

মতবিনিময় সভায রাখেন প্রকল্পের পরামর্শক খান শাহাবুদ্দিন, শার্শা, ঝিরগাছার জনপ্রতিনিধি ও বিভিন্ন স্তরের কর্মকর্তারা।

x