সংসদে তিস্তার পানির নায্য হিস্যা দাবি
তিস্তার পানির নায্য হিস্যা দাবি করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী।
মঙ্গলবার মাগরিবের বিরতির পর সংসদ অধিবেশন পুনরায় শুরু হলে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ দাবি জানান।
তিস্তা নদীতে পানি না থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, তিস্তার বুক জুড়ে চলছে কৃষকের কান্না। ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা না পাওয়ায় শেষ হয়ে যাচ্ছে তিস্তা ব্যারেজ প্রকল্প। উত্তরাঞ্চলের ৩ জেলার ১২ উপজেলার হাজার হাজার হেক্টর জমি সেচের অভাবে শেষ হয়ে যাচ্ছে। কৃষকদের বিক্ষোভ-সমাবেশে উত্তাল হয়ে উঠছে পুরো এলাকা। পানি না থাকায় ৬৫ কিলোমিটার তিস্তার বুক জুড়ে শুধুই ধু ধু বালুচর। শুষ্ক মৌসুমে নির্ধারিত পানি ছাড়ার কথা থাকলেও তা দিচ্ছে না ভারত।
তিনি বলেন, ভারতের দ্বিমুখী ও অভ্যন্তরীণ রাজনৈতিক মতানৈক্যের অজুহাত দেখিয়ে ভারত আমাদের ন্যায্য পানির হিস্যা থেকে বঞ্চিত করছে। আমরা আশা করি দ্রুত তিস্তা চুক্তি হোক, কৃষকরা বাঁচুক। এ মুহূর্তে ভারত কিছুটা পানি না ছাড়লে তিস্তা ব্যারেজ শেষ হয়ে যাবে বলেও সংসদে উল্লেখ করেন তিনি।