প্রাইভেটকার চাপায় মা-মেয়েসহ নিহত ৩
সুনামগঞ্জ-সিলেট সড়কের ধারণবাজার এলাকায় প্রাইভেটকার চাপায় মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন।
নিহতরা হলেন- ছাতক উপজেলার জাতুয়া গ্রামের বাবুল মিয়ার স্ত্রী আলাতুননেছা (২৫), মেয়ে সুমেনা আক্তার (৪) ও তার ভাইয়ের ছেলে একই গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে রিয়াজ উদ্দিন (৭)।
বুধবার সকাল সাড়ে আটটার দিকে রাস্তা পারাপারের সময় এই তিন পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তারা নিহত হন।
এ ঘটনার পর চালক পলাতক রয়েছে।
এ বিষয়ে পুলিশ জানায়, বুধবার সকাল সাড়ে আটটার দিকে সুনামগঞ্জ থেকে সিলেটগামী একটি প্রাইভেটকার ধারণবাজার এলাকায় রাস্তা পারাপাররত তিন পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন।
জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, প্রাইভেটকারটি আটক করা হলেও চালক পালিয়ে যান।
তিনি আরো জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে।
এদিকে, সকাল পৌনে ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত লাশ ঘটনাস্থলেই রয়েছে।