ধর্মপাশায় বন্যহাতির আক্রমণে ১ ব্যক্তির মৃত্যু
ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানার টাংগুয়ার হাওরের উত্তর-পশ্চিম কোণে গাছগড়া এলাকায় বন্যহাতির আক্রমণে মো. রজব আলী (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাত ১১টার দিকে ধানক্ষেত থেকে বন্যহাতি তাড়াতে গেলে এ দুর্ঘটনা ঘটে।
মৃত রজব আলী উপজেলার বংশিকুন্ডা উত্তর ইউনিয়নের বাকাতলা কান্দাপাড়া গ্রামের অধিবাসী।
স্থানীয়রা জানান, টাংগুয়ার হাওরের উত্তর-পশ্চিম কোণে গাছগড়া এলাকায় ভারতের মেঘালয় পাহাড় থেকে প্রায়ই বন্যহাতির দল নেমে এসে ওই এলাকার কৃষকদের ফসল নষ্ট করে। মঙ্গলবার দিনগত রাতে একদল বন্যহাতি রজব আলীর ধানক্ষেতে এলে তিনি হাতি তাড়াতে গিয়ে আক্রমণের শিকার হন। এসময় তার চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে যাওয়ার আগেই তিনি মারা যান।
সুনামগঞ্জের পুলিশ সুপার মো. হারুণ আর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, পারিবারের সদস্যদের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং স্থানীয় জনপ্রতিনিধিদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই রজব আলীকে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।