দিরাইয়ে তরুণীকে উত্যক্ত করায় বখাটের কারাদণ্ড

দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের ধল গ্রামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের (এনজিও) এক নারী কর্মীকে উত্যক্ত করার অপরাধে সোহেল (২২) নামে এক বখাটেকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দিনগত রাত সাড়ে ৯টায় এ কারাদণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলতাফ হোসেন।

দণ্ডপ্রাপ্ত সোহেল ওই ইউনিয়নের ধলপশ্চিম আশ্রম গ্রামের মাঈন উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার বিকেল ৪টার দিকে ওই নারী অফিস থেকে ধলচানপুর গ্রামে বাড়ি ফেরার পথে পার্শ্ববর্তী বানাইল গ্রামের রাস্তায় বখাটে সোহেল তাকে উত্যক্ত করে। এসময় তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে সোহেল পালিয়ে যায়।

পরে এনজিওর কর্মকর্তারা দিরাই থানায় খবর দিলে পুলিশ সন্ধ্যায় সোহেলকে ধলবাজার থেকে আটক করে।

রাতে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে সাক্ষ্য প্রমাণ শেষে বিচারক সোহেলকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

x