ইরাক থেকে ১৯ বাংলাদেশি ফেরত
বাগদাদ ইমিগ্রেশন ভ্রমণ ভিসায় ইরাক যাওয়া ১৯ বাংলাদেশিকে চট্টগ্রাম ফেরত পাঠিয়েছে।
সোমবার সকাল সাড়ে ৯টায় এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে করে তাদেরকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পাঠিয়ে দেয়া হয়েছে।
জানা গেছে, ভ্রমণ ভিসায় ইরাক যাওয়া এসব মানুষকে শ্রমিকের মতো মনে হওয়ায় ফেরত পাঠানো হয়। তাদেরকে প্রথম পাঠানো হয় দুবাই। সেখান থেকে এয়ারএরাবিয়ার ফ্লাইটে দেশে ফেরত পাঠানো হয়।
জানা গেছে, দালালের খপ্পরে পড়ে এসব নিম্ন আয়ের মানুষদের এ অবস্থা। ফেরত আসা প্রতিজন বিদেশ যেতে দালালকে সাড়ে ৪ লাখ টাকা করে দিয়েছেন।
টাঙ্গাইল, বগুড়াসহ দেশের বিভিন্ন জেলার ভাগ্যাহত এসব মানুষ ভাগ্যের চাকা ফেরাতে বিদেশ পাড়ি দিয়েছিল বলে জানায় বিমানবন্দর ইমিগ্রেশনের লোকজন। বিমান বন্দরে ফেরত এসে অনেকেই কান্নায় ভেঙ্গে পড়ে।