ফখরুল ও ডেডম্যান বৈঠক করেছেন আজ
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বৈঠক করেছেন ডেমোক্রেটিক ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর ডেভিড ডেডম্যান।
গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আজ বুধবার বেলা ১১ টায় শুরু হয়ে ১২ টায় শেষ হয় তাদের বৈঠক। তবে বৈঠকের পর কোনোপক্ষই গণমাধ্যমে কিছু জানান নি।
বৈঠক সূত্র জানা গেছে, বিরোধী দলের ওপর ক্ষমতাসীনদের নির্যাতন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, ৫ জানুয়ারির নির্বাচনে ভোটকেন্দ্রের অবস্থা, সংখ্যালঘুদের প্রতি নির্যাতন ও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।