সরকারি কলেজে ইংরেজী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
সুনামগঞ্জ সরকারি কলেজে ইংরেজী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগে দু’টি দলের অংশগ্রহণে এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।
"Globalization is making our world a better place to live in" বিষয়টির পক্ষে-বিপক্ষে অংশগ্রহণকারী দল দু’টি তাদের যুক্তি উপস্থাপন করে।
পক্ষে অবস্থান করে একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ঈষা কাগজি, ফারজিয়া হক ফারিন, রাকিবা ইসলাম ঐশী, ত্বিষা কাগজি এবং তাহমিনা নাসির বুশরা।
বিপক্ষে অবস্থান নেয় একই বিভাগের শিক্ষার্থী মল্লিক ওয়াসি উদ্দিন তামী, আল-শাহরিয়ার শোভন, ইনজামাম উল হক, রুহুল আমিন এবং তাওসীফ মোনাওয়ার।
প্রতিযোগিতায় পক্ষ দল বিজয়ী হয়। শ্রেষ্ট বক্তা নির্বাচিত হয় বিপক্ষ দলের মল্লিক ওয়াসী উদ্দিন তামী। বিচারকের দায়িত্ব পালন করেন কলেজের ইংরেজী বিভাগের সহকারি অধ্যাপক ইভা রায় এবং প্রভাষক মো. মাসুদ উল আলম। মডারেটরের দায়িত্ব পালন করেন প্রভাষক ফরহাদ হোসেন।