দু’টি উপজেলায় ৬ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

উপজেলা নিবার্চনের পঞ্চম ধাপে সুনামগঞ্জের দু’টি উপজেলায় বুধবার ৬ প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
উপজেলাগুলো হচ্ছে, তাহিরপুর ও বিশ্বম্ভরপুর উপজেলা।

এরা হচ্ছেন, তাহিরপুর উপজেলা পরিষদে চেয়ারম্যান পদপ্রার্থী মো. আলী মর্তুজা, মো. আব্দুল হেকিম, মো. রাখাব উদ্দিন এবং ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদপ্রার্থী ছালেহ, মো. ফেরদৌস আলম।

অপরদিকে বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো.মোস্তফা কামাল।
তাহিরপুর উপজেলায় উপজেলায় চেয়ারম্যান পদে ০৬ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ০৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ০৭ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করবেন।

অন্যদিকে বিশ্বম্ভরপুর উপজেলায় চেয়ারম্যান পদে ০৪ জন, ভাইস চেয়ারম্যান(পুরুষ) পদে ০৭ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ০৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

উল্লেখ্য, এ দু’টি উপজেলায় ৩১ মার্চ ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

x